images

সারাদেশ

গাইবান্ধায় প্রকাশ্যে কোপে যুবকের কব্জি বিচ্ছিন্ন: ৫ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ এএম

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বাংলাদেশের গাইবান্ধা সদর উপজেলায় সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। 

ধারালো অস্ত্রের কোপে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের ডান হাতের কব্জি প্রকাশ্যে বিচ্ছিন্ন করে দিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।

রুবেল মিয়া গাইবান্ধা পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল মিয়া মোশারফ নামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে সদর উপজেলার শাপলা মিল এলাকায় যান। স্থানীয় বাবু মিয়ার সঙ্গে মোশারফদের জমিজমা নিয়ে পুরোনো বিরোধ ছিল। এই বিরোধের জেরে মোশারফ ও রুবেলের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হলে মুহূর্তেই রুবেলের ডান হাতের কব্জিটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে আরও আঘাত করে তাকে রক্তাক্ত করে।

আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলায় রুবেলের বন্ধু মোশারফ রহমানও আহত হয়েছেন।

রুবেলের বাবা মোকাব্বর মিয়া এই নির্মম হামলার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। বিচ্ছিন্ন কব্জিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রুবেলের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

প্রতিনিধি/একেবি