images

সারাদেশ

চলে গেলেন প্রবীণ সাংবাদিক মশিউর রহমান সেলিম

জেলা প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম (৭০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪.৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানমন্ডির একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন।

নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া মহল্লার মরহুম ক্যাপ্টেন সাইদুর রহমানের ১ম ছেলে সাংবাদিক মশিউর রহমান সেলিম দীর্ঘদিন যাবৎ কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে যান। সদালাপী মিষ্টভাষী সেলিম দীর্ঘদিন যাবৎ  ইংরেজি দৈনিক নিউজ টুডের নরসিংদী জেলা প্রতিনিধি সুনামের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নরসিংদী পৌর শহরের রাঙ্গামাটিয়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

প্রতিনিধি/ এজে