images

সারাদেশ

রাজশাহীতে এনসিপি নেতাকে মাইক্রোবাসচাপায় হত্যাচেষ্টা

জেলা প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু-কে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে নগরীর চৌদ্দপায় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন। এর আগে দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে সাজু নিজের প্রাণ নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন।

জানা গেছে, দুপুরে জেলা এনসিপির একাংশ জরুরি সংবাদ সম্মেলন শেষ করার পর সাজুসহ কয়েকজন মোটরসাইকেলে করে কাটাখালি উপজেলায় একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তাদের পিছু নেয় কয়েকটি মোটরসাইকেল। শহর পেরিয়ে অপেক্ষাকৃত ফাঁকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একই লেনে আসা সিলভার রঙের একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেল বহরকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে তারা প্রাণরক্ষার্থে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পড়ে যান।

এ ঘটনায় এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুর বারি এবং বৈষম্য বিরোধী মিডিয়া সেলের সদস্য সাংবাদিক সোহানুর রহমান সোহান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর অবস্থায় আব্দুর বারিকে রামেকে ভর্তি রাখা হয়েছে।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাইরে এসে এনসিপি নেতা সাজু বলেন, ‘সংবাদ সম্মেলন শেষ করে প্রোগ্রামে যাওয়ার পথে আমাদের অনুসরণ করা হয়। এরপর হঠাৎ একটি সিলভার মাইক্রোবাস আমাদের মোটরবাইক বহরে আঘাতের চেষ্টা করে।’

এ ঘটনার পর রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান হাসপাতালে এসে আহতদের খোঁজখবর নেন। তিনি বলেন, ‘গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজুর প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। আমরা শিগগিরই আইনগত ব্যবস্থা নেব।’ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এখন নেতা কর্মীরা মতিহার থানায় যাচ্ছেন।

দুপুরে সংবাদ সম্মেলনে সাজু জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘শ্যুটার রুবেলের সাথে তার যোগাযোগ ছিল, সে সুবিধা নিয়েছে। তার কারণে আমাদের ক্ষতি হবে না, এর নিশ্চয়তা কে দেবে?’ তিনি কমিটি পুনর্বিবেচনার দাবি জানান।

উল্লেখ্য, এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ করে ইতোমধ্যে ১০ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

প্রতিনিধি/একেবি