images

সারাদেশ

খুলনায় ভোক্তার অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

খুলনা বিভাগের ৮ জেলায় অভিযান চালিয়ে ১২ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৮ ডিসেম্বর) ভোক্তা অধিকারের ৯টি টিম এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে সিটি কালারকে ২ হাজার টাকা এবং চার্মি শপকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

IMG-20251208-WA0064

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে, খুলনা মহানগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মাহির এন্টারপ্রাইজকে ১ হাজার ৫০০ টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে হান্ডি অ্যান্ড কাচ্চিকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার এন এস রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে নিউ রশিদ লেদার অ্যান্ড কসমেটিকসকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার হাটখোলা রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে মা হার্ডওয়্যারকে যথাযথ পথ্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আরও পড়ুন

বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া ও রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে ধার্য করা মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা এবং মেসার্স মিলন এন্টারপ্রাইজকে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, যথাযথ পণ্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে এস ডি ফুড প্রোডাক্টকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

IMG-20251208-WA0061

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে কালিয়া উপজেলার চাচুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জিয়া ড্রাগস হাউজকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদি হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার মাহমুদপুর ভাড়ুবাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আহসানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে হারুন কসমেটিকস কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান আল মদিনা ট্রেডার্স কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করা এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ১ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

প্রতিনিধি/এসএস