images

সারাদেশ

বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার অভিযোগে চুয়াডাঙ্গার একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সাতভাই পুকুর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুদাম তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

thumbnail_Chuadanga_08-12_(4)

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রির উদ্দেশে সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ও ৪৫ ধারায় শফিকুল ইসলাম পরিচালিত মেসার্স আল মদীনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক, উদ্ধার ৭

এসময় গুদাম থেকে জব্দ করা ৫০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর ও ৩৭৫ কেজি মানহীন ডাল জব্দ করে ধ্বংস করা হয়।

thumbnail_Chuadanga_08-12_(3)

অভিযানে সহযোগিতা করেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক, সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

প্রতিনিধি/এসএস