জেলা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম
সকলের সহযোগিতায় আগামী নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের। প্রায় ১৭ বছর পর জাতি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। সেই লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করছে। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাসসের (বা-স-স) জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীমসহ আরও অনেকে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, ডিআইওয়ান মাহবুবুর রহমানসহ (রাহমান নয়) পুলিশের অন্যান্য কর্মকর্তারা/কর্মকর্তাবৃন্দ।
প্রতিনিধি/একেবি