images

সারাদেশ

মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খাগদী ও রাজৈর উপজেলার আমগ্রামে এই কর্মসূচি পালন করা হয়।

thumbnail_Madaripur_08-12-25_(Road_Block_Nomination)_Pic_(2)

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-২ আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নাম ঘোষণা করেন।

thumbnail_Madaripur_08-12-25_(Road_Block_Nomination)_Pic_(7)

এরপর প্রতিবাদে সোমবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের কর্মী-সমর্থকরা। এসময় তারা মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা নানান স্লোগান দেন। মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবি জানান।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

thumbnail_Madaripur_08-12-25_(Road_Block_Nomination)_Pic_(4)

এদিকে একই দাবিতে রাজৈর উপজেলার আমগ্রামে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ। মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্যের কর্মী-সমর্থকরা এতে অংশ নেন। কয়েক হাজার নারী-পুরুষের উপস্থিতিতে আওয়াজ তোলা হয় ঘোষিত মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনা করার। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

প্রতিনিধি/এসএস