images

সারাদেশ

চট্টগ্রামে সড়কের পাশ থেকে নৌবাহিনীর সদস্যের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের পাশ থেকে মোটরসাইকেলসহ দেলোয়ার হোসেন (২৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। 

নিহত দেলোয়ার চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে সেইলর পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাউজান হাইওয়ে থানার ওসি মুহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত দেলোয়ার হোসেন সকালে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে কর্মস্থলে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পথে তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন ওই এলাকায় রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দেলোয়ার হোসেনের মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশ থ্যাঁতলানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নিহতের ভাই জাহিদুল ইসলাম ফরহাদ জানান, ২০১৩ সালে দেলোয়ার হোসেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। ছুটি বা কোনো সময় বাড়িতে আসলে তিনি মোটরসাইকেলে যাতায়াত করতেন। 

প্রতিনিধি/ এজে