images

সারাদেশ

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে জামায়াতের ভরাডুবি হয়েছে: বাচ্চু

জেলা প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, দীর্ঘ একযুগ পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীরা কোনো পদেই জয়লাভ করতে পারেনি, তাদের ভরাডুবি হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন। 

এ সময় তিনি বলেন, জেলার ব্যবসায়ীদের অন্যতম এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যরাত পর্যন্ত ভোট গণনা হয়। রাতেই ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

সরাসরি কোনো রাজনৈতিক দলের প্যানেল না থাকলেও বিএনপি ও জামায়াত সমর্থিতরা নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থীরা বিপুল বিজয় অর্জন করেছে। প্রেসিডেন্ট পদে আমার বিপরীতে জামায়াতের যে প্রার্থী ছিলেন তাকে প্রায় তিন গুণ বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছি। এমনকি নির্বাচনে জামায়াত যে প্যানেল দিয়েছিলো, সেই প্যানেল থেকে কোনো প্রার্থী জয়লাভ করতে পারেনি।

নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু আরো বলেন, এ বিজয় ব্যবসায়ীদের বিজয়। ১২ বছর পর আমরা চেম্বারে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ব্যবসায়ীরা ভোট দিয়েছে। এজন্য সব ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, একই সঙ্গে এ বিজয় জুলাই শহীদদের স্মৃতির প্রতি উত্তসর্গ করেন চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অর্ডিনারি গ্রুপে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট জেলা বিএনপির অন্য সহ-সভাপতি আব্দুল কাদের। এছাড়াও নবনির্বাচিত পরিচালক হাজী আব্দুস সাত্তার, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একাব্বর আলী আকবর, বিএনপি নেতা আবু সাইদ, হাজী জুড়ান সরকার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, মো: নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা ও সানজিদ হাসানসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যগণ। 

মতবিনিময় সভায় সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন শহীদ জুলাই স্মৃতিফলকে ফুলেল শ্রদ্ধা জানান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্টসহ নেতৃবৃন্দ

প্রতিনিধি/ এজে