উপজেলা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং উপজেলার সার্বিক চিত্র ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা তুলে ধরার আহ্বান জানান।
প্রাচীন বাংলার রাজধানীখ্যাত এই জনপদের শিক্ষা ব্যবস্থা, পরিবেশ দূষণ, অবৈধ জলাশয় ভরাট, মাদক সমস্যা এবং অবৈধ চুন ও ঢালাই কারখানার গ্যাস সংযোগসহ জনদুর্ভোগের নানা বিষয় সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে। ইউএনও মনোযোগ সহকারে সাংবাদিকদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, থানা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও জার্নালিস্ট ক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি