জেলা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাকিব হাসান মিস্টার ও সদস্য রাজু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিন কবির স্বপনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকু।
এর আগে, রোববার (৭ ডিসেম্বর) উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাকিব হাসান মিস্টার ও সদস্য রাজু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া, একইদিনে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্টো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ধাপেরহাট ইউনিয়ন যুব দলের সদস্য সচিব শাহিন কবির স্বপনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ধাপেরহাট ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি রাকিব হাসান মিস্টার ও সদস্য রাজু মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়- ধাপেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিন কবির স্বপন সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে মর্মে যুবদল গাইবান্ধা জেলা শাখার দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য আপনার পদ স্থগিত করা হলো ও আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
প্রতিনিধি/ এজে