images

সারাদেশ

পদ্মায় জেলের জালে ৩১ কেজির বাঘাইড়

জেলা প্রতিনিধি

০৭ জুলাই ২০২২, ১২:৩৭ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

বৃহস্পতিবার (৭ জুলাই) ভোরে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে বাহিরচর এলাকায় জেলে রওশন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়ার পদ্মা নদীর বাহিরচর এলাকার প্রতিদিনের মতো জেলে রওশন হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে গেলে মধ্যরাতে জাল তুলতেই দেখতে পায় বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মোহন মণ্ডলের মৎস্য আড়তে আনেন। পরে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘সকালে আমি খবর পাই, পদ্মায় একটি বড় আকারের বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে দ্রুত আড়তে গিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে ৩৯ হাজার ৩৭৫ টাকা দিয়ে কিনে নেই। মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা হলে বিক্রি করে দেব। আমি বিভিন্ন জায়গায় মাছটি বিক্রির জন্য যোগাযোগ করছি।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমান পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। মাছটি কিনে নিজের কাছে ভালো লাগছে।’

টিবি