জেলা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ এএম
কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে অনুমতি না নিয়ে ইট তৈরির জন্য মাটি সংগ্রহ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে উলিপুরে অবস্থিত ১টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট তৈরির উদ্দেশে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকসকে এক লাখ টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সমস্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।
এ সময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/টিবি