জেলা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
কক্সবাজারের উখিয়ার ইনানী রেঞ্জের রেজুখাল টহল ফাঁড়ির মঙ্গারটেক-সোনারপাড়া মেরিন ড্রাইভ এলাকায় ঝাউ বাগান দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে পরিচালিত এ অভিযানে অস্থায়ী দোকান, ফুড কার্ট, গাছের সঙ্গে বাঁধা দোলনা ও অন্যান্য অবৈধ কাঠামো সরিয়ে ফেলা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, দীর্ঘদিন ধরে ঝাউ বাগানের ভেতর অনুপ্রবেশ করে বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দোকানপাট ও কাঠামো স্থাপন করেছিল। এতে পরিবেশের ক্ষতি ছাড়াও পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি৷

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মেরিন ড্রাইভ-সংলগ্ন ঝাউ বাগান সংরক্ষণ করা গেলে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন থাকবে, পাশাপাশি পর্যটকরাও উপভোগ করতে পারবেন প্রাকৃতিক পরিবেশের স্বচ্ছ সৌন্দর্য।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এতে সহযোগিতা করেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা, ইনানী রেঞ্জের সব বিট কর্মকর্তা, স্টাফ এবং সিপিজি সদস্যরা।
প্রতিনিধি/এসএস