জেলা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
মাগুরা সদরের রাজারামপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের আঘাতে আজিরুল মুন্সি নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
নিহতের পরিবারের অভিযোগ, রাজারামপুর এলাকায় সলেমান বিশ্বাস ও চঞ্চল বিশ্বাসের নেতৃত্বে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় আলমখালী বাজারে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
ওই দিন রাত সাড়ে ৯টার দিকে আজিরুল আলমখালী বাজারে তার ডেকোরেটরের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে গৌরিচরণ মসজিদ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ সলেমানের লোকজন তার মোটরসাইকেল গতিরোধ করে মাটিতে ফেলে আহত করে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানার মামলার প্রস্তুতি চলছে।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস