জেলা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ ডিসেম্বর) সকালে ছাতিয়াইন এলাকার গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। নিহত আল-আমিন উপজেলার ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হলে আল-আমিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তিনদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম উদ্বেগে পড়েছিল।
রোববার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে মাধবপুর থানার আওতাধীন ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও সব দিক বিবেচনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিনিধি/এসএস