জেলা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। বেলা বাড়লেও সূর্যের তেমন উত্তাপ না থাকা, সকাল জুড়ে ঘন কুয়াশা, আর উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে খেটে-খাওয়া মানুষেরা সবাই পড়ছেন চরম ভোগান্তিতে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মৌসুমে জেলায় এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন।
আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকতে পারে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এ মৌসুমে জেলায় এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন।
প্রতিনিধি/টিবি