images

সারাদেশ

নতুনদের ছাড়া এ দেশ সামনের দিকে এগোনো সম্ভব নয়: মাহফুজ রহমান

জেলা প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

গণঅধিকার পরিষদ মনোনীত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহফুজ রহমান বলেছেন, অতীতে যত ভুল হয়েছে সেগুলো থেকে বের হয়ে নতুনভাবে নতুন ধারার রাজনীতি সৃষ্টি করেছে গণঅধিকার পরিষদ। নতুনদের ছাড়া এ দেশ সামনের দিকে এগোনো সম্ভব নয়। পুরানোকে পেছনে ফেলে আমাদের নতুনভাবে পথযাত্রা শুরু করতে হবে। এই নতুন যুগে আপনারাই অগ্রসৈনিক। আপনাদের ওপরই জাতি ভরসা করে আছে। আপনাদের ভোটই পারে দেশকে অনেক দূর এগিয়ে নিতে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ শেষে সিরাজগঞ্জ সদরের পৌর মুক্তমঞ্চে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহফুজ রহমান আরও বলেন, যে ধরনের রাজনৈতিক বলয়ভিত্তিক রাজনীতি তৈরি হয়েছে, ক্যাডারভিত্তিক। তা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাম্য, স্বাধীনতা অর্জন সম্ভব নয়। আমরা ক্যাডারভিত্তিক রাজনীতি ভেঙে দেব। যুবসমাজসহ সবার প্রতি আমার বার্তা, আপনারা এই পরিবর্তনকে স্বাগত জানান। ভোট জোয়ার নির্ভর রাজনীতি থেকে বের হয়ে আধুনিক বাংলাদেশ গড়তে মাঠে নামুন।

thumbnail_Sirajganj_Photo

তিনি সিনিয়র সিটিজেনদের উদ্দেশে বলেন, ৫০/৫২ বছরে যেহেতু সিনিয়র সিটিজেনরা পারেননি, তাই আপনাদের ওপর পুরোপুরি ভরসা করতে পারছি না। তবে আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। আপনাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাব। কিন্তু সেই অভিজ্ঞতা নিয়ে নতুনদের, যুবসমাজকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই - যেখানে সাম্য, মর্যাদা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

আরও পড়ুন

নির্বাচন বানচাল করতে ১/১১ ঘটানোর ষড়যন্ত্র চলছে: রাশেদ খান 

সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। সেটি কড্ডার মোড় হয়ে নিজ এলাকা রামগাতি ঘুরে সিরাজগঞ্জ শহরে প্রবেশ করে। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মমিন ফয়সাল, সদর উপজেলার আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব আরিফ সরকার, কামারখন্দ উপজেলার আহ্বায়ক আনিস হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস