জেলা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
‘গণতন্ত্র শক্তিশালীকরণ’ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে শতাধিক নতুন ভোটারের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া।
তিনি নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘এই অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি, গণতন্ত্রের মূলবোধ, স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ হয়েছে। সুজনের সহযোগিতায় এই আয়োজন অবশ্যই অংশগ্রহণকারীদের আরো অনেক সমৃদ্ধ করবে এবং সচেতন নাগরিক তৈরি হবে।’
পরে কলেজের অডিটোরিয়ামে ৫০টি এমসিকিউ পদ্ধতির প্রশ্নের মাধ্যমে ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। এদের মধ্যে থেকে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী তিনজন জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
অলিম্পিয়াডের আয়োজনে ছিল দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং সার্বিক সহযোগিতায় ছিল সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটি।
পরীক্ষা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন। সঞ্চালনায় ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়ক নাছির উদ্দিন।
সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা, শিক্ষক ওমর ফারুক, সংগঠক সালাউদ্দিন, কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক আলম পলাশ, জাকির হোসেন, শোভন আল-ইমরান, মোরশেদ আলম রোকন, মো. মাসুদ আলম, শরীফুল ইসলাম সহ সুজন জেলা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি