জেলা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
মনোনয়ন ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আরও পড়ুন: এবার বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক
মনোনয়নপ্রাপ্ত জামালের প্রতি সমর্থন জানিয়ে এই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য আলোচিত ড.ফয়জুল হক বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর ঝালকাঠি–১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রফিকুল ইসলাম জামাল সাহেবকে নির্বাচনের মাঠে আন্তরিক স্বাগতম জানাই। অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে রাজাপুর–কাঠালিয়াবাসী তাদের পছন্দের এমপিকে বেছে নেবেন এই প্রত্যাশা করি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী–মনোনীত একই আসনের প্রার্থী হিসেবে প্রিয় সম্মানিত জনসাধারণকে আশ্বস্ত করে বলতে চাই এই আসনে কোনো সন্ত্রাস, নৈরাজ্য কিংবা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। শান্তির রাজাপুর–কাঁঠালিয়া গড়ে তুলতে প্রয়োজন হলে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও ঐক্যবদ্ধ।
সকল প্রকার নৈরাজ্য বন্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপ্রিয় মানুষদের সঙ্গে নিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও উন্নত রাজাপুর–কাঠালিয়া নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ।আসুন, সবাই মিলে সুন্দর ও সমৃদ্ধ রাজাপুর–কাঠালিয়া গড়ে তুলি।
বিএনপির মনোনয়ন পেয়ে রফিকুল ইসলাম জামাল বলেন, ‘আমরা বিশ্বাস করি দলের জন্য যারা ত্যাগ করেছি, মাঠে ছিলাম, মানুষের গণতন্ত্র উদ্ধার করার জন্য মাঠে সবসময় কাজ করেছি তাদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আরেকটা দায়িত্ব দিয়েছে। আমরা বিশ্বাস করি দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবেসে ১৯৯০ সালে নজিরবিহীন একটি সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়েছেন ঠিক তেমনি আগামী নির্বাচনেও বিএনপিকে ক্ষমতায় নেবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই, আমরা একটি সুশাসনের রাষ্ট্র চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র চাই। আমি এমন একটা দলের অংশ হতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি। আগামী দিনে বাংলাদেশে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তার একজন সৈনিক হিসেবে আমার অবদান থাকবে।’
প্রতিনিধি/এমআই