images

সারাদেশ

কুষ্টিয়ায় মোটরসাইকেলে এসে কৃষককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে রফিকুল ইসলাম রফিক নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে আহত হয়েছেন রবজেল ফরাজি ও ইউসুফ নামে আরও দুইজন। প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মতআলী মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন রফিকুল ইসলাম। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া দিলে তারা এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়ে সেখান থেকে পালিয়ে যান। গুলিতে রবজেল ফরাজি ও ইউসুফ আলী নামের দুইজন পায়ে গুলিবিদ্ধ হন।
আহত রবজেল ফরাজি জানান, সন্ধ্যার পর তিনি নিজের রাইস মিলে কাজ করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে বাইরে এসে তিন-চারজনকে দৌড়ে পালাতে দেখেন। তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তার পাশে থাকা স্থানীয় ব্যবসায়ী ইউসুফ আলীর পায়েও গুলি লাগে। পরে তারা জানতে পারেন, বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।’

প্রতিনিধি/এমআর