জেলা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন থেকে চার শিশুকে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। অপহরণের চার দিন পর মুক্তিপণের দাবিতে অপহরণকারীরা ফোন করে প্রতিটি পরিবারের কাছে দুই থেকে তিন লাখ টাকা দাবি করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপহরণকারীরা মোবাইলে ফোন দিয়ে প্রতিটি পরিবারের কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা দাবি করছে।’
গত রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় পাহাড় থেকে নেমে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত ছয়জনকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। এদের মধ্যে দুজন কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হলেও চার শিশু এখনও নিখোঁজ রয়েছে।
নিখোঁজ চার শিশু হলো মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫) এবং আবু বক্কর ছিদ্দিক (১৩)।
অপহৃত আনোয়ার হোসেনের বাবা মো. হোসেন বলেন, ‘অপহরণের চার দিন পর অপহরণকারীরা ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে চাপ দিচ্ছে।’
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয়রা টেকনাফ–মেরিন ড্রাইভ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তাদের দাবি পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান এবং দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করা।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘পরিবারগুলোর কাছ থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে এমন খবর পেয়েছি। ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।’
বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, ‘শিশুদের উদ্ধারে দিনরাত পাহাড়ে অভিযান চলছে। প্রয়োজনে যৌথ অভিযানও পরিচালিত হবে।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘অপহৃত চার শিশুকে উদ্ধারে টাস্কফোর্স কাজ শুরু করেছে। অপহরণকারীদের গ্রেপ্তারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রতিনিধি/একেবি