images

সারাদেশ

ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে তিন নারীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম

ফরিদপুরে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে তিনজন নারীকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া আবাসিক হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে ফরিদপুর শহরের বেইলী ব্রিজ সংলগ্ন ওই হোটেলে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান ও নুঝাত তাবাসসুমের চালানো এ অভিযানের সময় হোটেল ম্যানেজারসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, ‘জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি— হোটেলটিতে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন নারীকে আটক করা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাদক ও অসামাজিক কার্যকলাপের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তাদের ডোপটেস্টও করা হবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন, অভিযানের সময়ে মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রতিনিধি/একেবি