জেলা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. আলাউদ্দিন বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, আর জামায়াত বারবার বিশ্বাসঘাতকতা করেছে। স্বাধীনতার পর নির্বাচনে তাদের সর্বোচ্চ ১৮টি আসন ছিল। ২০১৮ সালে ধানের শীষ প্রতীক চেয়ে আমাদের কাছ থেকে নির্বাচন করেছে, অথচ প্রতিবারই বিশ্বাসঘাতকতা করেছে। সেই দল কীভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে?
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী আলাউদ্দিন বলেন, ৫৪ বছর ধরে স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট দিয়ে ভুল করেছেন আপনারা। যারা স্বাধীনতার সময় আপনাদের ঘরবাড়ি লুট করেছে, মানুষকে শরণার্থী হতে বাধ্য করেছে তারা এখন কোন মুখে ভোট চাইতে আসে?
বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, বিগত পাঁচ বছরে তিনি কালিগঞ্জ উপজেলায় নানা উন্নয়ন করেছেন। জনগণ যদি আবার আমাকে সুযোগ দেন, অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারব। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ব্যক্তিগত তহবিল থেকে মন্দির, মসজিদ ও উপাসনালয়ে সহায়তা দিয়ে যাচ্ছি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ধানের শীষের বিজয় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ বলেও মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।
পরিতোষ কুমার মণ্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য দেন- কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান বাপ্পি প্রমুখ।
উঠান বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। পরে সুতা গ্রামের মন্দিরের জন্য হিন্দু কল্যাণ ট্রাস্টের ৩০ হাজার টাকা ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন কাজী আলাউদ্দিন।
প্রতিনিধি/এমআর