images

সারাদেশ

নবাবগঞ্জে যুবদলের কমিটিতে মাদক কারবারির নাম

উপজেলা প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটিতে সদস্য পদে একজন মাদক কারবারির নাম থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গতকাল ৩ ডিসেম্বর যুবদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদিত নবাবগঞ্জ উপজেলা যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনের একটি কপি প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে কাজী মনিরুজ্জামান পবনকে আহবায়ক ও রায়হানুল ইসলাম রাহিককে সদস্য সচিব করে এই ৩১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ১৪ নম্বর সিরিয়ালে থাকা সদস্য আলমগীর হোসেন অভির নামও রয়েছে। অভির বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত ১১ নভেম্বর অভিকে মাদকসহ পুলিশ আটক করে। বর্তমানে অভি জেল হাজতে রয়েছে বলে জানা গেছে। বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে স্থান দেওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবির পলের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। যেহেতু যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই কমিটির অনুমোদন দিয়েছে, সেহেতু এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে।’

প্রতিনিধি/একেবি