জেলা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
নোয়াখালী সদর উপজেলায় গভীর রাতে এক মোবাইল ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩ ডিসেম্বর) রাত প্রায় ১২টার দিকে দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন (২৭) খলিফারহাট বাজারের পরিচিত মোবাইল ব্যবসায়ী। তিনি বারাইপুর গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে।
সাদ্দামের বড় ভাই মো. লিটন বলেন, খলিফারহাট বাজারে সাদ্দামের দু’টি মোবাইলের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেদিনও তিনি রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। বারাইপুর এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমানো মাত্রই দুর্বৃত্তরা তার পথ আটকে দেয়।
তিনি আরও বলেন, সাদ্দাম দ্রুত পালানোর চেষ্টা করলে পেছন দিক থেকে সন্ত্রাসীরা তাকে গুলি করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায়, গুলিটি তার শরীরে আটকে আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি, তাই বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ