images

সারাদেশ

নড়াইলে নদীর তীরে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

জেলা প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর তীরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের পাশের চিত্রা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পিরোলীস্থানের কবরস্থান সংলগ্ন চিত্রা নদীর তীরে অজ্ঞাত একটি মরদেহ দেখেন স্থানীয় কয়েকজন জেলে। পরে থানায় খবর দিলে কালিয়া পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটি একজন নারীর, যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। অন্যত্র থেকে নদীর স্রোতে লাশটি ভেসে এসেছে বলে ধারণা পুলিশের। ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ