images

সারাদেশ

সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে চায় ৮ দল

জেলা প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম

সিলেটে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের মহাসমাবেশ আগামী শনিবার (৬ ডিসেম্বর)। আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটসহ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতের লক্ষ্যে বিভাগীয় এ মহাসমাবেশ ডেকেছে জোট।

ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে শনিবার দুপুর ১২টায় শুরু হয়ে বিকেল ৪টার মধ্যেই সমাবেশ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে পুরো সিলেট নগরীকে জনসমাবেশের নগরীতে পরিণত করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ‘আমাদের বহুভাবে চোখ রাঙানি দেওয়া হচ্ছে’

এদিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ৫, ৬ ও ৭ ডিসেম্বর চরমোনাই পীর সাহেবের মাহফিল চলবে। তবে ৬ ডিসেম্বর মাহফিলের কার্যক্রম সন্ধ্যার পর শুরু হবে বলে জানানো হয়েছে। ফলে ৮ দলের সমাবেশের কর্মসূচিতে কোনো সমস্যা হবে না।

সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতারা সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। মাঠ পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের জানান, সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বিশাল মঞ্চ নির্মাণসহ সার্বিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকবে না।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও ৮ দলের লিয়াজোঁ কমিটির সদস্য মাওলানা এমরান আলম জানান, মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। কয়েক লাখ মানুষের সমাগমে পুরো নগরীই অনেকটা সমাবেশস্থলে রূপ নেবে। সমাবেশকে ঘিরে নগরীতে সাজ সাজ রব। সাড়া পড়েছে পুরো বিভাগে, এমনকি প্রত্যন্ত গ্রামগঞ্জেও।

আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’

তিনি জানান, দুপুর ১২টায় শুরু করে বিকেল ৪টায় মহাসমাবেশ শেষ করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ ডিসেম্বরের সমাবেশ মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব প্রফেসর ডক্টর আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব ইউসুফ সাদেক হক্কানী, নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানসহ ৮ দলের শীর্ষ নেতাদের।

প্রতিনিধি/ এমইউ