জেলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দীর্ঘ ৬৭ বছর পর অবশেষে উদ্বোধন করা হয়েছে ২৫ শয্যার মনোরোগ ওয়ার্ড।
বুধবার (৩ ডিসেম্বর) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ এ ওয়ার্ড উদ্বোধন করেন। মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে এ ওয়ার্ড রোগী পরিচর্যায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
![]()
নতুন ওয়ার্ডটিতে পুরুষ রোগীর শয্যা রয়েছে ১০টি। এছাড়া মহিলা রোগীদের ৭ শয্যা, শিশু ও কিশোরদের জন্য ৫ শয্যা এবং উচ্চ পর্যবেক্ষণ ইউনিট করা হয়েছে ৩ শয্যার।
ওয়ার্ডটিতে রয়েছে- পূর্ণাঙ্গ থেরাপি রুম, রোগী, স্বজনদের জন্য স্বাচ্ছন্দ্যময় কাউন্সেলিং রুম এবং মানসিক রোগীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য আধুনিক সুবিধা।
![]()
রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ জানান, এ ওয়ার্ডের মাধ্যমে রামেক হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া যাবে। দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি বিশেষায়িত ওয়ার্ড উদ্বোধন হওয়ায় চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের মাঝে স্বস্তি ও সন্তোষের সঞ্চার হয়েছে।
প্রতিনিধি/এসএস