images

সারাদেশ

গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীদের হামলা, ৭ লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ইসলামপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল বাতেন ব্যাপারীর ওপর সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় ব্যবসায়িক কাজে তাগাদা করে বাড়ি ফেরার পথে কাবিলগঞ্জ এলাকা থেকে ৪–৫ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বাতেনকে মারাত্মকভাবে আহত করে এবং তার সঙ্গে থাকা প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক আব্দুল বাতেনকে ঢাকা মেডিকেল রেফার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

স্থানীয়দের দাবি, এলাকায় কাবিলগঞ্জের এই সন্ত্রাসীচক্র দীর্ঘদিন ধরে ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় আব্দুল বাতেনের ছেলে আরিফ বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

এদিকে পরিবার ও স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ রাশেদুল ইসলাম খান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস