জেলা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বর্তমানে তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে সিসিইউতে রাখা হয়েছে।
গত শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড়ের কাছে একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে ‘আগুন পোহাতে পোহাতে গোসল’—এ ধরনের কনটেন্ট ধারণের চেষ্টা করছিলেন তিনি। এ সময় চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালানোর পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত পেট্রল ব্যবহারের ফলে আগুন হঠাৎ উঁচু হয়ে তীব্র শিখায় রূপ নেয় এবং তিনি গুরুতর দগ্ধ হন।
সহযোগীদের বরাতে জানা গেছে, আল-আমিনের শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ পুড়ে গেছে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় পরে তাকে বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার মুহূর্তের ভিডিওতে দেখা যায়, আগুনের তীব্রতা বাড়তে থাকলে তিনি পানিতে ঝাঁপ দেন, তবে তাতেও নিজেকে রক্ষা করতে সক্ষম হননি।
কনটেন্ট ধারাভাষ্যকার আজাদ হোসেন জনি জানিয়েছেন, চিকিৎসকরা আল-আমিনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এই কনটেন্ট ক্রিয়েটরের এ ধরনের দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি সর্বত্রই ছড়িয়ে পড়ে। তার আরোগ্য লাভের জন্য সবাই দোয়ার আবেদন করে পোস্ট দিচ্ছেন।
/এএস