জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
জিয়া মঞ্চ, বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখার সভাপতি মো. নিজাম কাজী হত্যা মামলায় মো. সুফিয়ান শেখ (২৮) নামের এক পলাতক আসামিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গত ২৭ নভেম্বর রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া মো. সুফিয়ান শেখ চিতলমারী উপজেলার হিজলা মাঠপাড়া এলাকার মো. রফিক শেখের ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে গ্রেফতার মো. সুফিয়ান শেখকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম মামলার বরাত দিয়ে জানান, প্রায় আট মাস আগে উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে জিয়া মঞ্চের সভাপতি মো. নিজাম কাজীকে (৫০) পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ভাই মো. জামাল কাজী বাদী হয়ে গত ১২ মার্চ চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রতিনিধি/একেবি