images

সারাদেশ

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফের সাগর উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ হাজার ইয়াবা, দুটি বাটন ফোনসহ দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন

ময়মনসিংহের হাসপাতালে র‌্যাবের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (২৭), স্থানীয় ছৈয়দ আহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম।

উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস