জেলা প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ০৪:৩১ পিএম
রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে মারমা জনগোষ্ঠীর এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন অপহরণকারীরা 'মগ পার্টি'র লোক।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেল সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঞোমং মারমা জানান, মঙ্গলবার সকালে বাঙ্গালহালিয়া বাজার থেকে এক মারমা লোককে 'মগ পার্টি'র লোকজন অপহরণ করেছে। অপহৃত ব্যক্তি বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাসিন্দা। তাকে বাঙ্গালহালিয়া বাজার থেকে রাজস্থলীর (উপজেলা সদর হতে পারে) দিকে নিয়ে গেছে। অপহৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে, বাঙ্গালহালিয়া বাজার যে থানার অধীন সেই চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনা প্রসঙ্গে জানেন না বলে জানিয়েছেন।
ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনার পর খবর আপনাদের থেকেই শুনেছি, খোঁজখবর নিয়ে জানাচ্ছি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, অপহৃত ব্যক্তির নাম কালামং মারমা (৩৫)। তিনি মঙ্গলবার সকালে বান্দরবানের রাজবিলা থেকে বাঙ্গালহালিয়া বাজার এসেছেন শূকরছানা বিক্রি করতে। যাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ স্থানীয়ভাবে তারা 'মগ পার্টি' হিসেবে পরিচিত হলেও সংগঠনটির নাম মূলত মগ লিবারেশন পার্টি (এমএলপি)। তবে এ ঘটনা প্রসঙ্গে এমএলপির কারো বক্তব্য জানা যায়নি।
প্রতিনিধি/এইচই