জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মতো রংপুরেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান।
ইউজিএস এর তথ্যমতে, এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পে ঢাকাসহ কয়েক জেলায় প্রাণহানির ঘটনা ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও, রংপুরে কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
তবে ভূমিকম্পের সময় রংপুরের বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এবারের ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
রংপুর নগরীর বাসিন্দা ওয়াসি উদ্দিন বলেন, জীবনে অনেকবার ভূমিকম্প অনুভবের সুযোগ হয়েছিল। সেই সময়গুলো খুব বেশি আতঙ্ক কাজ করেনি। তবে আজকের ভূমিকম্পের কম্পন ভয় ধরিয়ে দিয়েছে। এমন করে বিল্ডিং কেঁপে উঠতে এর আগে দেখিনি, পরিবারসহ সবার মাঝেই সেই সময়টা আতঙ্ক কাজ করেছে।
শালবনের হুমায়ুন কবীর মানিক বলেন, আজকের ভূমিকম্পনের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে। ওই সময়টা খুবই ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে ভালো আছি। কোনো প্রকার ক্ষতি হয়নি।