images

সারাদেশ

নরসিংদীতে ভূমিকম্পে ৬০ জন আহত

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৫, ০২:২২ পিএম

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূমিকম্প হয়। 

ভূমিকম্পের সময় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকার বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন আহত হয়েছেন। 

আরও পড়ুন: সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

আহত তিনজন হলেন  -দেলোয়ার (৩৭), ওমর (১০), তাশফিয়া (১৭)।

নরসিংদী সদর ও ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় ৬০ জনের মতো ভূমিকম্পে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এর মাঝে ওমর নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। এরই মধ্যে গুরুতর আহত দু’জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: সিলেটে শক্তিশালী ভূমিকম্প, জনমনে আতঙ্ক

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে দেয়। এছাড়া জেলার ঘোড়াশাল, মাধবদী এলাকায় দেয়াল ফাটলের সংবাদ পাওয়া যায়। 

ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়। পরে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দু’টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ।

প্রতিনিধি/ এমইউ