জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে জেলার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে প্রায় ১০ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়।
আরও পড়ুন: সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
শহরের এসএস রোডের গোলাম মোস্তফা বলেন, হঠাৎ করে খাট কাঁপতে শুরু করে। পরে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমে আসি। এ সময় দেখি বাসার আশপাশের সবাই নিচে নেমে এসেছে। মানুষ খুবই উদ্বিগ্ন।
আরও পড়ুন: সিলেটে শক্তিশালী ভূমিকম্প, জনমনে আতঙ্ক
তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে উঠছিল পুরো জেলা।
এদিকে ভূমিকম্পে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে সিরাজগঞ্জ শহরবাসী। অনেককেই নিজ নিজ ভবন থেকে নিচে নেমে আসতে দেখা যায়।
প্রতিনিধি/ এমইউ