images

সারাদেশ

গাজীপুরে শক্তিশালী ভূমিকম্প, স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

গাজীপুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। 

ভূমিকম্পের ফলে ভবন ও বাড়ি-ঘর কেঁপে উঠে। আতঙ্কগ্রস্ত হয়ে অনেক উঁচু ভবন ও বাসাবাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

আরও পড়ুন: সিলেটে শক্তিশালী ভূমিকম্প, জনমনে আতঙ্ক

ছুটির দিন হওয়ায় পোশাক কারখানা তেমন বেশি খোলা ছিল না। গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় যে কয়েকটি পোশাক কারখানা খোলা ছিল, সেগুলোর শ্রমিকেরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে পড়ে। অনেকে নামতে গিয়ে আহত হন। ভূমিকম্পের ফলে অনেকে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে তেমন ক্ষয়ক্ষতির খবর এখনও আমাদের কাছে আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।

প্রতিনিধি/ এমইউ