images

সারাদেশ

মানিকগঞ্জে ৪ ককটেল বিস্ফোরণ, ২ রিকশাচালক আহত

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম

মানিকগঞ্জে এক ঘণ্টার মধ্যে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন রিকশাচালক আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৩টি ও সাটুরিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মুহূর্তেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া গ্রামের সাগর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. নবীন হোসেন। তারা দুইজনই রিকশাচালক।  

FB_IMG_1763313343692

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে দুইটি ককটেল বিস্ফোরণ হয়। এতে মানুষ আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকেন। এ ঘটনার আনুমানিক ২০ মিনিট পরে আবারও ইউনাইটেড ক্লিনিকের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এসময় দুই জন রিকশাচালক আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। অন্যদিকে, ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় রাত ১১টার দিকে দুর্বৃত্তরা আবারও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে এসময় কেউ আহত হননি।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

প্রতিনিধি/টিবি