images

সারাদেশ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আরেকজন সংকটাপন্ন

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই ইমরান গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরিফ মির স্থানীয় বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী বলে জানা গেছে। আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

munsi_1

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর ও খাইরুদ্দিন গ্রুপের সঙ্গে আরিফ মিরের গ্রুপের বিরোধ চলছিল।

munsi_2

আজ সকালে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে বের হলে শাহ কামালের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন অতর্কিতে গুলি চালায়। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বড় মেয়ে জান্নাত আক্তার (২০)। তিনি জানান, নিজ বাড়িতে স্ত্রী ও সন্তানদের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে তার বাবা আরিফ মীরকে।

Munshiganj

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন বলেন, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই আরিফ মারা গেছেন। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে, পরবর্তীতে পরিবারের অভিযোগ অনুযায়ী নেওয়া হবে আইনগত ব্যবস্থা।’

munsi_3

উল্লেখ্য, এক সপ্তাহের ব্যবধানে একই ইউনিয়নে গুলি করে দুজন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর মধ্যে চলতি মাসের ২ নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কৃষক লীগ নেতার ছেলে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের অস্ত্রধারীরা। এসময় বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। তারপর ওই যুবকের মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা। এই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে আজ সোমবার সকালে নিজ বাড়িতে স্ত্রী সন্তানের সামনে, গুলি করে হত্যা করা হয়, আরিফ মীর নামের ব্যবসায়ীকে। নিহত আরিফ মীর একই ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার খবির মীর এর ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

প্রতিনিধি/এফএ