images

সারাদেশ

নড়াইলে গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা!

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৫, ০৬:২৯ এএম

নড়াইল সদর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে সোনিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে ওই গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কামাল শেখের স্ত্রী।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কমলাপুর গ্রামের বাবলুর মেয়ে সোনিয়ার সাথে গন্ধর্ব্যখালী গ্রামের কামাল শেখের প্রায় ৫ বছর আগে বিবাহ হয়। তাদের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সোমবার বিকেলে সোনিয়া বেগম নামে ওই গৃহবধূকে তাঁর নিজ ঘরে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। পরে তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে সোনিয়ার শ্বশুরবাড়ির লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি, ফলে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, সেটা নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

প্রতিনিধি/একেবি