জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ০২:৪১ এএম
কুমিল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হলো কুমিল্লা-৬ (সদর) সংসদীয় আসনটি। কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই গুরুত্বপূর্ণ আসন থেকে কুমিল্লার ১১টি আসনের সামগ্রিক রাজনীতি নির্ধারিত হয়। তবে, এই আসনটি দীর্ঘদিন ধরে কুমিল্লা বিএনপিতে সবচেয়ে বেশি কোন্দলে জর্জরিত।
সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে এবার মনোনয়ন না দিয়ে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৩ নভেম্বর) রাত সোয়া ১১টায় উর রশিদ ইয়াছিনের সমর্থকরা পদুয়ার বাজার বিশ্বরোড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে।
এছাড়া, নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করে ইয়াছিনের সমর্থকরা। এসময় তারা জোর দিয়ে বলেন, ‘আমরা বিএনপি থেকে ইয়াছিন ভাইয়ের মনোনয়ন চাই। মনোনয়ন না দিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কঠোর কর্মসূচি দেব।’
সাক্কুর পরামর্শে মনোনয়ন, তৃনমূলে আনন্দ
এদিকে, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবনে কুমিল্লা সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কুকে ডেকে নেন। তিনি সাক্কুর কাছে কুমিল্লার রাজনীতির অবস্থা জানতে চান এবং কুমিল্লা সদর-৬ সংসদীয় আসনে কাকে মনোনয়ন দেওয়া যায়, সে বিষয়ে জানতে চান।
বিএনপির মহাসচিবের এই প্রশ্নের উত্তরে কুমিল্লার সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘সদর আসন থেকে হয় আমাকে মনোনয়ন দিন, না হয় মনিরুল হক চৌধুরী ভাইকে মনোনয়ন দিন। তাহলে আমি কথা দিচ্ছি, কুমিল্লা সদরের-৬ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উপহার দেব।’
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন সাক্কুকে আশ্বস্ত করে বলেন, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে তার কথাটি জানাবেন।
বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী মনোনয়ন পাওয়ায় সাক্কুর সমর্থকসহ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।
মনিরুল হক চৌধুরীকে দল থেকে মনোনয়ন দেওয়ায় কুসিকের দুইবারের সাবেক মেয়র সাক্কু বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যাকে যোগ্য মনে করেছেন, তাকেই বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন। কুমিল্লার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এক হয়ে তাঁদের সাথে নিয়ে সদরের এই আসনটি জনাব তারেক রহমান মহোদয়কে আমরা উপহার দেব ইনশাআল্লাহ।’
প্রতিনিধি/একেবি