জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হতেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নেমেছেন হাজারও জেলে। তবে আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ হয়ে ঘাটে ফিরছেন তারা।
সরকারি নির্দেশনা অনুযায়ী, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এই সময়ে নদীতে যেতে পারেননি জেলেরা। নিষেধাজ্ঞা শেষের পর ভোর থেকেই তারা মাছ ধরতে গেলেও জালের ফাঁকে ধরা পড়ছে না প্রত্যাশিত ইলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ভোলার তুলাতুলি, ইলিশা, কাটির মাথা, হেতনার হাট, নাছির মাঝি ও ভোলার খাল মাছঘাটে ঘুরে দেখা গেছে, সারি সারি নৌকা ঘাটে ভিড়ছে। কিন্তু জেলেদের ঝুঁড়িতে ইলিশ তেমন নেই। বরং ইলিশের সঙ্গে পোয়া, পাঙ্গাসসহ অন্য মাছ মিলছে কিছুটা পরিমাণে, এতে সামান্য স্বস্তি প্রকাশ করেছেন তারা।
ইলিশা ঘাটের জেলে সাদ্দাম হোসেন বলেন, শনিবার রাত থেকে নদীতে গিয়েছি। ছয় মাঝি-মাল্লা নিয়ে জাল ফেলেছি, কিন্তু তেমন ইলিশ পাইনি। ভেবেছিলাম জাল ভর্তি ইলিশ উঠবে, কিন্তু নদীতে এখন তেমন মাছ নেই। তবে পাঙ্গাস ও পোয়া কিছুটা মিলছে, এতে অল্প লাভ হচ্ছে।
হেতনার হাটের জেলে মামুন মাঝি জানান, সাত হাজার টাকার বাজার নিয়ে চারজন মিলে নদীতে গিয়েছিলাম। এক দিন পর ফিরে মাত্র ১২ হাজার টাকার মাছ বিক্রি করেছি। খরচ বাদ দিলে হাতে তেমন কিছু থাকছে না। বড় ইলিশ একদমই নেই, বেশিরভাগই ছোট আকারের।
এদিকে নদীতে ইলিশ না মিললেও বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ছোট (জাটকা) ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকায়, মাঝারি ইলিশ ১২০০ থেকে ১৭০০ টাকায় এবং বড় ইলিশ ২ হাজার থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
![]()
ভোলার খাল মাছঘাটের আড়ৎদার আরিফুল ইসলাম মনে করেন, এবার নিষেধাজ্ঞা সঠিক সময়ে দেওয়া হয়নি। ফলে অনেক মাছ ডিম ছাড়ার সুযোগ পায়নি। তাই এখন আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। এতে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত, আমরাও তেমনি হতাশ।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা নামছেন। ইতোমধ্যে কিছু ভালো ইলিশও ধরা পড়ছে। জোয়ারের পানি বাড়লে আরও ইলিশ ধরা পড়বে এবং জেলেরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।
তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবারে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোলা জেলায় নিবন্ধিত জেলে রয়েছেন ১ লাখ ৭০ হাজার ২৮৩ জন। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা দুই লক্ষাধিক বলে জানা গেছে।
প্রতিনিধি/এসএস