images

সারাদেশ

পাঁচকল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী সাজিয়ে বিএনপিতে যোগদান!

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম

বরগুনার আমতলীতে পাঁচকল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সাজিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানের অভিযোগ উঠেছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার বহিষ্কৃত সভাপতি মো. নাশির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে প্রায় তিন শতাধিক ব্যক্তি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের হাতে ফুলের তোড়া তুলে বিএনপিতে যোগদান করেন।

এসময় ওই অনুষ্ঠানে দাবি করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তবে ইসলামী আন্দোলন নেতাদের অভিযোগ, সেখানে দলের কোনো সক্রিয় নেতা বা কর্মী ছিলেন না, বরং সাধারণ মানুষকে পাঁচ কল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী সাজানো হয়েছিল।

মুফতি ওমর ফারুক জিহাদী জানান, নাশির উদ্দিন হাওলাদার দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ৫ অক্টোবর বহিষ্কৃত হয়েছেন। এরপরও তিনি ইসলামী আন্দোলনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন। তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন নাটক সাজানো হয়েছে।

আরও পড়ুন

বিএনপি নেতাকে চেক দেওয়া সেই ব্যক্তির অ্যাকাউন্টে ৩৪১২ টাকা!

এ বিষয়ে যোগাযোগ করা হলে বহিষ্কৃত ওয়ার্ড সভাপতি নাশির উদ্দিন হাওলাদার সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

তবে আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, নাশির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে ইসলামী আন্দোলনের কিছু নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তবে তিনি বহিষ্কৃত, এ তথ্য আমার জানা ছিল না। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, কেউ যোগ দিতে চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হয় না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর, আলহাজ মৌলভি মো. শাহ আলম, যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা খালেক সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মো. ইশা শাহিদী, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মীর মো. সোলায়মান, ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ আবু রায়হান প্রমুখ।

প্রতিনিধি/এসএস