জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রতীকে জনসম্পৃক্ততা’ শীর্ষক এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ মডেল মসজিদের হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন,‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে সফল করতে হবে।’
তিনি আরও বলেন,‘ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, মামলা-হামলা ও নিপীড়নের মধ্যেও বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি। এখন সময় এসেছে সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার।’
শিপন আরও বলেন, ‘আমরা নির্বাচনমুখী প্রস্তুতি নিচ্ছি। জনগণ আজ পরিবর্তন চায়, তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আওয়ামী সরকারের অপশাসন, দুর্নীতি ও লুটপাটে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে দেশ থেকে বিতারিত করেছে।’
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে প্রচার ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধানর সম্পাদক ফকির রাসেল আল-ইসলাম।
প্রতিনিধি/একেবি