images

সারাদেশ

সিরাজগঞ্জে ডোবা থেকে কঙ্কাল উদ্ধার

জেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চকনিহাল এলাকায় ডোবা থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কচুরিপানার নিচে এ কঙ্কাল দেখতে পান। কঙ্কালের হাড়গুলো কচুরিপানার নিচে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ডোবায় তল্লাশি চালিয়ে কঙ্কালগুলো উদ্ধার করেন পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রাথমিক ধারণা করা হচ্ছে যে এটি গত ৯ অক্টোবর নিখোঁজ হওয়া সলঙ্গার অলিদহ দক্ষিণপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে অটোরিকশাচালক আমিনুল ইসলামের কঙ্কাল।

স্থানীয়রা জানান, ডোবার কচুরিপানার ভেতরে কঙ্কাল দেখতে পেয়ে তারা ৯৯৯ -এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্যান্টের ভেতরে থাকা দু’টি পায়ের কঙ্কাল উদ্ধার করে। এছাড়া একই স্থান থেকে পচে যাওয়া একটি শার্টের কলারও উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা কচুরিপানার নিচে আরও তল্লাশি চালিয়ে মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করেন। কঙ্কালের সঙ্গে থাকা প্যান্ট ও শার্টের অংশ দেখে আমিনুল ইসলামের মা মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন: নান্দাইলে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে আমরা প্যান্টের ভেতরে দু’টি পায়ের কঙ্কাল উদ্ধার করেছি। পরে স্থানীয়দের সহায়তায় মাথার খুলিসহ শরীরের অন্যান্য অঙ্গ উদ্ধার করা হয়েছে। এগুলো থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কঙ্কালগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

প্রতিনিধি/ এমইউ