images

সারাদেশ

ফরিদপুরে মাদকসহ নারী কারবারি আটক

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম

ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ আরজু আক্তার (২৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের লক্ষীপুর রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরজু ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী ও ফরিদপুরের মাদক সম্রাজ্ঞী খ্যাত সাহিদা বেগমের মেয়ে।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই আহাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এ সময় তার বসতঘরে অভিযান চালিয়ে পাঁচটি প্যাকেটে থাকা এক হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক বিক্রির ১৯ হাজার টাকা জব্দ করা হয়। তবে হেরোইনের পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

 

তিনি আরও বলেন,  এসময় সেখান থেকে মাদক বিক্রির আরও ৪ লাখ টাকা লেনদেনের তথ্যের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি