জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম
উজানের স্রোতে ভারতের দিক থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে ভেসে আসে বড়-বড় শুকনো কাঠের গুড়ি ও ডালপালা। সেগুলো সংগ্রহ করতে যান জরিনা বেগমের (৫০) নামের এক নারী। এসময় নদীপাড়ে অসুস্থ মারা গেছেন তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু মিয়া।
মৃত্যু জরিনা বেগম উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী।
আরও পড়ুন
ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া বলেন, সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে হঠাৎ করে তিস্তা নদীতে ভেসে আসে বেশকিছু কাঠের গুড়ি ও ডালপালা। সেগুলো সংগ্রহ করতে যান ওই নারী। না খেয়ে সারাদিন কাঠ সংগ্রহ করেন তিনি। এমতাবস্থায় নদীর পাড়ে অসুস্থ হন জরিনা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ পল্লি চিকিৎসকের কাছে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
প্রতিনিধি/এসএস