জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পিএম
খুলনার দৌলতপুর রেলিগেটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) অনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন রেলগেটে ময়লার ডাস্টবিনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যায়।
জানা গেছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বয়স আনুমানিক ৫৫, গত ৫ অক্টোবর থেকে রেলগেট এলাকায় ঘোরাফেরা করছিল।স্থানীয় লোকজন দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি রেলগেটে একটি ডাস্টবিনের পাশে একজনের লাশ পড়ে আছে। ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্ত না হওয়ায় লাশ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফনের ব্যবস্থা নিচ্ছি।
প্রতিনিধি/ এজে