নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ এএম
চট্টগ্রামের ফটিকছড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওয়াজিফা (২) ও আইভি জান্নাত (৫) নামে আরও দুই শিশু আহত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইব্রাহিম কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিলা পাড়ার মো. সোহেলের ছেলে।
আরও পড়ুন: বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিমসহ কয়েকজন শিশু স্থানীয় জাকির বাবুর্চির ভাড়া বাসার সামনে খেলার সময় বাড়ির গেটের সঙ্গে লাগানো বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত ওয়াজিফাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দিলেও আইভি জান্নাতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ